স্টাফ রির্পোটার:
আজ ৮ সেপ্টেম্বর রবিবার দুপুর ১ টায় জেলা প্রশাসন ও বাংলাদেশ শিশু একাডেমি বরিশাল এর আয়োজনে। এ সি জি এম উচ্চ বিদ্যালয় বরিশালের হলরুমে।
মৌসুমী প্রতিযোগিতা ২০১৯ বরিশাল জেলা পর্যায়ের আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বরিশাল জেলা প্রশাসক এস.এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশালের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও উপ-পরিচালক স্থানীয় সরকার মোঃ শহিদুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন শিক্ষক নেতা দাশ গুপ্ত আশিস, সাংবাদিক লুৎফে আলম, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা পঙ্কজ রায় চৌধুরীসহ বরিশালের বিভিন্ন উপজেলা থেকে আগত অংশগ্রহণকারী শিক্ষার্থীরা, অভিভাবক, শিক্ষক বৃন্দরা উপস্থিত ছিলেন।
অতিথিরা আলোচনায় মাধ্যমে শিশুদের মেধা বিকাশে সাংস্কৃতিক চর্চার বিভিন্ন দিক তুলে ধরেন।
পরে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন বরিশাল জেলা প্রশাসক ।