বরিশাল জেলায় চলতি বছরের জানুয়ারী থেকে আগস্ট মাস পর্যন্ত ৮ মাসে মহিলা ও পুরুষ মিলিয়ে ৬১ জন আত্মহত্যা করেছে।
যারা আত্মহত্যা করেছে তাদের ব্যপারে স্থানীয় স্ব স্ব থানা পুলিশ লাশ উদ্বার করা সহ অপমৃত্যু মামলার তদন্তকালে জানতে পেরেছে পারিবারিক কলহ,অশান্তি ও প্রেম সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন পন্থায় আত্মহত্যার ঘটনা ঘটেছে।
জেলার বিভিন্ন থানা পুলিশের তথ্য মতে, জেলার আগৈলঝাড়া উপজেলার বিভিন্ন ইউনিয়নে গত ৮ মাসে ১ জন পুরুষ সহ ৭ জন মহিলা, গৌরনদী উপজেলায় ২৭ জন, মেহেন্দিগঞ্জে পুরুষ ৪ জন ও ১জন মহিলা, উজিরপুরে পুরুষ ৪ জন ও মহিলা রয়েছে ৩ জন, বানারীপাড়া উপজেলায় ১৬ জন, বাবুগঞ্জে রয়েছে ২ জন, মুলাদী উপজেলায় ৮ জন মহিলা, বাকেরগঞ্জে ৯জন, কাজিরহাট থানা এলাকায় ১জন এবং হিজলা থানা এলাকায় অপমৃত্যুর কোঠা শুণ্য রয়েছে
এব্যাপারে বরিশাল অতিরিক্ত পুলিশ সুপার আঃ রাকিবের সাথে যোগাযোগ করা হলে তিনি জানান, জেলার ১০ থানায় এ পর্যন্ত ৬১টি অপমৃত্যুর মামলা হয়েছে।
দেখা গেছে অধিকাংশ ঘটনা পারিবারিক কলহ, সংসারে অশান্তি সহ কিছু প্রেম সংক্রান্ত ঘটনা ও মানসিক ভারসাম্যহীনও রয়েছে। এছাড়া অনেক আত্মহত্যার ঘটনায় পরিবার থেকে কোনো প্রকার থানায় অভিযোগ না দেয়ার কারনেই অপমৃত্যু মামলার তালিকায় রয়েছে।
তিনি বলেন, অনেক ঘটনা তদন্তকালে দেখা যায় সংসারে অভাব-অনটন, অর্থনৈতিক সমস্যার অশান্তি ছাড়াও কিছু রয়েছে ছেলে মেয়ের প্রেম সংক্রান্ত বিষয়।