বরিশাল বিভাগের ছয় জেলায় গত ২৪ ঘণ্টায় নতুন করে ১১৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে বরিশাল বিভাগের মোট ৪ হাজার ৬০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। এরমধ্যে মৃত্যু হয়েছে ৮৩ জনের। আর সুস্থ হয়েছেন ১ হাজার ৫০৪ জন।
রোববার (১২ জুলাই) বিকেলে বরিশাল বিভাগীয় স্বাস্থ্য বিভাগের সহকারী পরিচালক ডাক্তার শ্যামল কৃষ্ণ মন্ডল এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, নতুন ১১৬ জন আক্রান্তসহ বরিশাল জেলায় সর্বোচ্চ আক্রান্ত ১ হাজার ৮৯৮ জন, পটুয়াখালীতে ৬৭৫ জন, ভোলায় ৩৮৮ জন, পিরোজপুরে ৩৮৯ জন, বরগুনায় ৩৮৩ জন ও ঝালকাঠিতে ৩২৭ জন রয়েছেন। এছাড়া করোনা আক্রান্ত হয়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে বরিশাল নগরসহ জেলায় ৩১ জন, পটুয়াখালীতে ২৫ জন, ঝালকাঠিতে ১১ জন, পিরোজপুরে ছয়জন, বরগুনায় পাঁচজন ও ভোলায় পাঁচজন রয়েছেন।