মাত্র ৬০ হাজার টাকায় ‘ইনটেনসিভ ভেন্টিলেটর’ মেশিন তৈরির দাবি করেছেন বরিশাল ইউনিভার্সিটি অব গ্লোবাল ভিলেজ (ইউজিবি) এর কোষাধ্যক্ষ প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা। বিদেশ থেকে আমদানি করা মেশিনের মতই এই মেশিন শ্বাসকষ্ট সমস্যার রোগীদের জন্য কাজ করবে বলে জানান তিনি। যেটি করোনাকালে দেশে খুবই প্রয়োজন।
রোববার (২৬ জুলাই) বেলা ১২টায় ইউনিভার্সিটির ক্যাম্পাসে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান প্রফেসর ড. মো. সৈয়দ আলী মোল্লা।
এ সময় তিনি আরও বলেন, দুই মাসের গবেষণায় তিনি এই যন্ত্রটি তৈরি করেছেন। বিদেশি যন্ত্রপাতি ব্যবহার করে দেশীয় প্রযুক্তিতে এটি বানানো হয়েছে। তবে সরকারি অনুমোদনের জন্য এখনও বাংলাদেশ মেডিকেল রিসার্স কাউন্সিলে (বিএমআরসি) আবেদন করা হয়নি বলে জানান তিনি।
এই মেশিনটি ব্যবহারে বিদেশ থেকে আমদানির খরচ কমবে বলে দাবি করেন তিনি।
উল্লেখ্য, এ ধরনের চায়না থেকে আমদানি করা মেশিনের দাম সাড়ে ৩ লাখ টাকা। ব্রিটেন,আমেরিকা ও জার্মানের মেশিন কোম্পানি ভেদে ৮ থেকে ৩৩ লাখ টাকা।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি মো. আফজাল হোসেন, বিওটি চেয়ারম্যান ড. মো. ইমরান চৌধুরী ভারপ্রাপ্ত রোজিস্ট্রার মো. লোকমান খান প্রমুখ।