নিজস্ব প্রতিবেদক ॥ মৃত্যু নাই, নাই দু:খ আছে শুধু প্রাণ এই শ্লোগানে বরিশালে শুদ্ধ চর্চার লক্ষে নজরুল সংগীত প্রশিক্ষণ আগামীকাল শুক্রবার থেকে শুরু হচ্ছে। অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন উপমহাদেশের অন্যতম নজরুল সংগীত শিল্পী একুশে পদক প্রাপ্ত খাইরুল আনাম শাকিল।
অনুষ্ঠানে আরো প্রশিক্ষক হিসেবে উপস্থিত থাকবেন নজরুল সংগীত শিল্পী কল্পনা আনাম, ছায়ানটের সংগীত শিক্ষক মইদুল ইসলাম ও তানভির আহম্মেদ। সাম্যবাদ, প্রেম ও দ্রোহের কবি জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ৪৩ তম প্রয়ান বার্ষিকী উপলক্ষে নজরুল সাংস্কৃতিক জোট ও বাংলাদেশ নজরুল সংগীত সংস্থার উদ্যোগে এ আয়োজন করা হয়েছে। নগরীর শিক্ষক ভবনে এই প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হবে।