আজ ১২ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল ১০ টায় উন্নয়ন সংস্থা আইসিডিএ ও কোস্টট্রাস্ট আয়োজনে, রিভারভিউ চাইনিজ রেস্টুরেন্টে। জলবায়ু পরিবর্তন সহনশীল উপকূলীয় বাঁধ নির্মাণ ও টেকসই নিরাপত্তায় প্রয়োজনীয় পানি উন্নয়ন বোর্ডের আধুনিকায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক বরিশাল, এস, এম, অজিয়র রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আইসিডিএ এর প্রধান উপদেষ্টা আনোয়ার জাহিদ। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক পানি উন্নয়ন অধিদপ্তর বরিশাল, মোঃ আব্দুর রশীদ, উপজেলা নির্বাহী অফিসার বরিশাল সদর উপজেলা, মোঃ মোশাররফ হোসেন, আইসিডিএর প্রধান নির্বাহী, সালমা খান, ম্যাপ এর
প্রধান নির্বাহী, শুভঙ্কর চক্রবর্তীসহ বিভিন্ন অতিথি বৃন্দরা উপস্থিত ছিলেন।
পরে জেলা প্রশাসকসহ অথিতিবৃন্দরা জলবায়ু পরিবর্তন সহনশীল উপকূলীয় বাঁধ নির্মাণ ও টেকসই নিরাপত্তায় প্রয়োজনীয় পানি উন্নয়ন বোর্ডের আধুনিকায়ন বিষয়ক বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।