বরিশাল দক্ষিণাঞ্চলের উপকূলীয় একটি জেলা। পূর্বে এ জেলায় নারিকেল সুপারি খেজুর এর সাথে তাল গাছের ব্যপকতা ছিল। কিন্তু অজ্ঞতা ও দৈনন্দিন বিভিন্ন চাহিদার কারণে বর্তমানে মেহগনির আকাশমনি প্রভৃতি গাছ রোপন করা হলেও তাল গাছ রোপন করা হচ্ছে না। এর কারনে প্রকৃতি যেমন হারাচ্ছে তার সৌন্দর্য তেমনি বরিশালবাসী ও ক্ষতিগ্রস্ত হচ্ছে তালগাছের মতো একটি অর্থকরী বৃক্ষের নানাবিধ উপকারিতা থেকে।
এরই পরিপ্রেক্ষিতে বরিশাল জেলা প্রশাসনের উদ্যোগে সমগ্র জেলার সকল উপজেলা পরিষদ ইউনিয়ন পরিষদ স্কুল-কলেজ-মাদ্রাসা হাট-বাজার রাস্তা-ঘাট সংলগ্ন এলাকায় এক লক্ষ তালের বীজ বপণের কর্মসূচী গ্রহণ করা হয়েছে।
এ উপলক্ষে আজ সকালে এক সংবাদ সম্মেলনের আয়োজন করেন বরিশাল জেলা প্রশাসন।
এসময় জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান জানায়, জনপ্রতিনিধি, স্থানীয় জনসাধারণ, উন্নয়ন সহকর্মীদের এ কাজে সম্পৃক্তকরণের মাধ্যমে সফল বাস্তবায়ন করা হবে।
আগামীকাল সকাল ১০টায় জেলার লাকুটিয়া জমিদার বাড়ি এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করবেন জেলা প্রশাসক এস,এম অজিয়র রহমান।