শামীম আহমেদ ॥
বরিশাল নগরীতে বেঁচে থাকা ও কাজের দাবী সহ ব্যাটারীচালিত রিক্সা উচ্ছেদ নির্মম অভিযানের প্রতিবাদে নগরীতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্ট বরিশাল জেলা শাখা কমিটি।
আজ (১৩ই) সেপ্টম্বর শুক্রবার সকাল সাড়ে ১১ টায় নগরের প্রান কেন্দ্র বীর শ্রেষ্ট মহিউদ্দিন জাহাঙ্গীর সড়ক (সদররোডে) একর্মসূচি পালন করেন তারা।
ব্যাটারীচালিত রিক্সা শ্রমীক-মালিক সংগ্রাম কমিটির বরিশাল জেলা শাখার সভাপতি দুলাল মল্লিকের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সংগ্রাম কমিটি উপদেষ্ঠা ও বাসদ বরিশাল জেলা শাখার সদস্য সচিব ডাঃ মনিষা চক্রবর্তী,সাংগঠনিক সম্পাদক শহিদুল ইসলাম, সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্ট বরিশাল জেলা শাখার সদস্য বাবুল তালুকদার,মহসিন মীর,জাহাঙ্গীর হোসেন দিদার প্রমুখ।
প্রতিবাদ সভায় শ্রমীকরা মেয়রকে উর্দ্দেশ্য করে বলেন আপনিও দেশ বিদেশে অবস্থান করে দেখেছেন বেঁচে থাকার জন্য একজন শ্রমীককে কত কষ্ট করতে হয়।
আমরা কোন অপরাধ জগতের সাথে জড়িত না আমরা বিভিন্ন সমিতি থেকে লোন দার-দেনা করে রিক্সা চালিয়ে জীবনের সাথে সংগ্রাম করে ছেলে-মেয়ে সহ পরিবার নিয়ে কষ্টের জীবন যাপন করছি নগর পিতা আপনি আমাদের শ্রমীকদের মুখের খাবার টুকু কেড়ে নিবেন না।
এসময় ব্যাটারীচালিত রিক্সা শ্রমীক-মালিক সংগ্রাম কমিটির সদস্যরা বিসিসি মেয়রের নিকট হয় কাজ দাও নয় নীতিমালা প্রনয়ন করে রিক্সা চালিয়ে বাঁচার জন্য তার কাছে আহবান জানান।
এর পূর্বে তারা নগরের ফকিরবাড়ি সমাজতান্ত্রিক শ্রমীক ফ্রন্ট দলীয় কার্যালয় থেকে কয়েকশত শ্রমীক সমন্বয়ে নগরে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে গুরুত্ব সড়ক প্রদক্ষিণ করে।