লালমোহন(ভোলা) প্রতিনিধি:
ভোলার লালমোহন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও দৈনিক যুগান্তর প্রতিনিধি সাংবাদিক মো. জসিম জনির শ্বশুর মো. হযরত আলী মিয়া হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে ইন্তেকাল করেছেন। (ইন্নালিল্লাহি…. রাজিউন)। বুধবার রাত পৌনে ৮ টার দিকে সাংবাদিক জসিম জনির করিম রোডস্থ নিজ বাস ভবনে ইন্তেকাল করেন তিনি। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছে (৫০) বছর। তিনি অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন। মরহুম হযরত আলী মিয়া উপজেলার ধলিগৌরনগর ইউনিয়নের বাউরিয়া এলাকার খলিল মেম্বার বাড়ির বাসিন্দা ছিলেন। বৃহস্পতিবার সকাল ১০ টায় মরহুমের বাড়ির দরজা জামে মসজিদে নামাযে জানাযা অনুষ্ঠিত হবে।
এদিকে তার মৃত্যুতে লালমোহন প্রেসক্লাব, রিপোর্টার্স ইউনিটি, মিডিয়াক্লাব, সাংবাদিক সমিতি, সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের পক্ষ থেকে শোক প্রকাশ করেছে।।