শামীম আহমেদ:
বরিশালের আগৈলঝাড়ায় পয়সারহাট বন্দরে জেলা ভোক্তা অধিকার অধিদপ্তরের উদ্যেগে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করা হয়েছে। আইন-শৃংখলা বাহিনীর সহায়তায় আজ বুধবার উপজেলার পয়সারহাট বন্দরে ভোক্তা অধিকার আইনের অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার অধিদপ্তরের সহকারী পরিচালক শাহ সোয়াইব মিয়া।
বাকাল ইউনিয়নের পয়সারহাট বন্দরের মিষ্টির দোকানে সঠিক মালামাল না পাওয়ায় মুনির ওঝার মিষ্টির দোকান মালিক মনিকে ৫হাজার টাকা, সাধন ঘোষের মিষ্টির দোকানের সাধনকে ১হাজার ৫শত টাকা, রতন মিষ্টির দোকানে রতনকে ১হাজার ৫শত টাকা, ও রেবা ফার্মেসীতে ঔষুধের শ্যাম্পেল বিক্রি করায় মালিক নয়ন পান্ডেকে ১হাজার ৫শত টাকাসহ মোট ৪টি প্রতিষ্ঠানকে ৯হাজার ৫শত টাকা জরিমানা করা হয়েছে।
এসময় উপজেলা সেনেটারী ইন্সেপেক্টর সুকলাল সিকদার উপস্থিত ছিলেন।