নিউজ ডেস্ক:
পটুয়াখালীতে ছাত্রলীগের অভ্যন্তরীণ কোন্দলের জেরে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন তিন নেতাকর্মী। তারা হলেন- কাওসার (১৫), নাহিদ (১৫) ও রাশেদ (১৫)। এর মধ্যে কাওসারকে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার বেলা পৌনে ১১টায় বাউফল থানা রোড এলাকায় প্রতিপক্ষের সদস্যরা তাদের ধারালো অস্ত্র দিয়ে কোপায়। আহতরা সবাই বাউফল সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয়ের ১০ম শ্রেণির ছাত্র। তাদের মধ্যে কাওসার ওই বিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক, অপর দুজন কর্মী।
আহত ছাত্রলীগ নেতা কাওসার জানান, আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টায় তিনি নাহিদ ও রাশেদকে নিয়ে বাউফল সরকারি কলেজ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রুদ্রর বকুলতলার বাসা থেকে কাগুজিরপুল যাচ্ছিলেন। পথিমধ্যে বাউফল থানার সামনের রাস্তায় আবদুর রহমান, অন্তর, মাহফুজ ও ইব্রাহিমের নেতৃত্বে ৭-৮ জন ধারালো অস্ত্র ও পাইপ নিয়ে তাদের পিটিয়ে ও কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা এসে তাদের উদ্ধার করে বাউফল উপজেলা হাসপাতালে নিয়ে যান।
বাউফল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জানান, কাওসারের মাথায় ৯টি সেলাই দেয়া হয়েছে। আঘাতের কারণে তার শরীরের বিভিন্ন স্থান ফুলে গেছে। অন্যদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।
বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ মাকসুদুর রহমান মুরাদ জানান, ঘটনার খবর পেয়ে পুলিশের একটি টিমকে হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি, পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।