অর্থ পাচার মামলায় দণ্ডিত বিতর্কিত ব্যবসায়ী গিয়াস উদ্দিন আল মামুনকে ফের কারাগারে পাঠানো হয়েছে। মায়ের মৃত্যুতে তিনি বৃহস্পতিবার ৪ ঘন্টার জন্য প্যারোলে মুক্তি পেয়েছিলেন। বিএনপি নেতা তারেক রহমানের ঘনিষ্ঠ বন্ধু মামুন দীর্ঘদিন ধরে কারাগারে বন্দি রয়েছেন।
ঢাকা কেন্দ্রীয় কারাগার সুত্রে জানা গেছে, ২০০৭ সালের ৩১ জানুয়ারি গ্রেপ্তার করা হয় গিয়াস উদ্দিন আল মামুনকে। মায়ের মৃত্যুর কারনে মামুনকে বৃহস্পতিবার সকালে পুলিশ প্রহরায় মুক্তি দেয়া হয়েছিল। প্যারোলের শর্ত অনুযায়ী তিনি নির্দিষ্ট এলাকার বাইরে যেতে পারেননি। তার সাথে সার্বক্ষনিক পুলিশ ছিল। চার ঘন্টা সময় শেষ হবার সাথে সাথে বেলা ১টা ২০ মিনিটে ফের কারাগারে নিয়ে আসা হয়।
বুধবার ভোরে মামুনের মা হালিমা খাতুন বার্ধক্যজনিত কারনে মারা যান। বড় ভাই জালাল উদ্দিন রুমি আদালতে মামুনের প্যারোলে মুক্তির জন্য আবেদন করেন। আদালতের নির্দেশনায় মামুনকে চার ঘন্টার জন্য মুক্তি দেয়া হয়। বৃহস্পতিবার সকাল ৯টার পর কেরানীগঞ্জে অবস্থিত ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে তাকে বাইরে নেয়া হয়েছিল।