বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন

বরিশালে নানা আয়োজনে আন্তর্জাতিক পর্যটন দিবস উদযাপন

মোঃ শাহাজাদা হীরা:

“ভবিষ্যতের উন্নয়নে, কাজের সুযোগ পর্যটনে এবারের এ প্রতিপ্যাদ্য নিয়ে বিশ্ব পর্যটন দিবস ২০১৯ পালন উপলক্ষে আজ ২৭ সেপ্টেম্বর শুক্রবার সকাল ১০ টায় অশ্বিনী কুমার টাউন হলে, বরিশাল জেলা প্রশাসকের আয়োজনে ও বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহযোগীতায় বিশ্ব পর্যটন দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার বরিশাল, জাকারিয়া। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক বরিশাল এস, এম, অজিয়র রহমান। বিশেষ অতিথি ছিলেন উপ-পরিচালক স্থানীয় সরকার বরিশাল মোঃ শহিদুল ইসলাম, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ নুরুল আলম, জেলা অতিরিক্ত পুলিশ সুপার আঃ রাকিব, বরিশাল মেট্রোপলিটন (দক্ষিণ) অতিরিক্ত পুলিশ কমিশনার, আকরামুজ্জামান, বরিশাল মেট্রোপলিটন প্রেস ক্লাব সভাপতি কাজী আবুল কালাম আজাদ, সুধিজন এ্যাড. এস এম ইকবাল, বরিশাল সাংস্কৃতিক সংগঠন সমন্বয় পরিষদ সভাপতি, কাজল ঘোষসহ নগরীর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উন্নয়ন কর্মকর্তা ও ট্যুরিষ্ট পুলিশ অংশগ্রহণ করে। অনুষ্ঠানের শুরুতে অশ্বিনী কুমার টাউন হল চত্বরে প্রধান অতিথি অতিরিক্ত বিভাগীয় কমিমনার, জাকারিয়া সহ আমন্ত্রিত অতিথিরা বেলুন ও ফেস্টুন উড়িয়ে বিশ্ব পর্যটন দিবসের শুভ উদ্বোধন করেন। পরে প্রজেক্টরের মাধ্যমে বরিশালের আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন স্থানের বিভিন্ন চিত্র ভিডিও ডকুমেন্টারি মাধ্যমে প্রদর্শন করা হয়, যাদেখে অনুষ্ঠানের অতিথিরা মুগ্ধ হয়। এরপর অতিথিরা আন্তর্জাতিক পর্যটন দিবস উপলক্ষে আলোচনা অনুষ্ঠান শেষে পর্যটন দিবস উপলক্ষে প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন। পর্যটন দিবস উপলক্ষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয় পরিশেষে টুরিস্ট পুলিশের আয়োজনে একটি র‌্যালি বের করা হয়। অনুষ্ঠানের সভাপতি বরিশাল জেলা প্রশাসক এস, এম, অজিয়র রহমান বলেন বরিশালের দূর্গাসাগর, সাতলার লাল শাপলার বিলকে আকর্ষনীয় ও দর্শনীয় পর্যটন এলাকায় পরিনত করা হবে। পর্যটন এলাকা শুধু শিল্প নয় এখান থেকে একদিকে যেমন কর্মসংস্থানের ব্যবস্থা হবে অণ্যদিকে পর্যটনের অর্থে দেশ হবে অর্থনৈতিক স্বাভলম্ভি। ইতিমধ্যে জেলা প্রশাসকের পক্ষ থেকে দূর্গাসাগর সহ শাপলা বিল এলাকায় রেস্টহাউজ ও গেস্টহাউজ নির্মাণ করা সহ বরিশালের গুঠিয়া জামে মসজিদ,শেরে বাংলার যাদুঘড় এলাকায় বিভিন্ন উন্নয়নমূলক কাজে পরিকল্পনা গ্রহন করা হয়েছে যা আগামী বছরের মধ্যে সম্পূর্ণ করা সম্ভব হবে। বরিশালের অপরুপ সৌন্দয্য আকর্ষনীয় ও দর্শনীয় নিলাভূমি গড়ে তোলার ক্ষেত্রে শুধু জেলা প্রশাসকের একার পক্ষে সম্ভব নয় এখানে সকলের সহযোগীতায় হাত বাড়িয়ে দিতে হবে। ইতিমধ্যে দূর্গাসাগর আকর্ষনীয় পর্যটন এলাকা গড়ার জন্য সরকারের পক্ষথেকে ১৬ কোটি ৮০ লক্ষ টাকা বরাদ্ধ পাওয়া গেছে যা দিয়ে শিঘ্রই দর্শনীয় উন্নয়নমূলক কাজ করা হবে। এজন্য সরকারের পাশাপাশি বেসরকারী বিনিয়োগকারীদের এগিয়ে আসার জন্য জেলা প্রশাসক আহবান জানান। তিনি আরো বলেন, এখানে যাতে করে কোন ধরনের পর্যটক ভ্রমন পিপাসুরা কোন প্রকার বখাটেধারা চলাফেরায় বাধাগ্রস্থ না হয় সেজন্য এখানে নিয়মিত দায়ীত্ব পালন করবে ট্যুরিষ্ট পুলিশ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech