খবর বিজ্ঞপ্তি। বরিশাল জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও বরিশাল-১,২ নং আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভােকেট তালুকদার মােঃ ইউনুস বলেছেন ,নৌকা হলাে স্বাধীনতার প্রতিক, বিজয়ের প্রতিক, উন্নয়নের প্রতিক। আর নৌকার বিজয় মানেই জাতির পিতা বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের বিজয়,প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার বিজয় । নৌকা মার্কা আজ সারাবিশ্বকে উজ্জীবিত করেছে। তাই দেশের সুষম ও সার্বিক উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা প্রতীকে বিজয়ের কোন বিকল্প নেই।
তিনি আরো বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত কে আরাে শক্তিশালী করতে সকল নেতাকর্মী কে ঐক্যবদ্ধ হয়ে নিরলসভাবে কাজ করতে হবে। পাশাপাশি উজিরপুর পৌরসভার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আগামী ২৮ ডিসেম্বর সামাজিক দূরত্ব ও স্বাস্থ্য বিধি মেনে ভোট কেন্দ্রে সকলে উৎসব মূখর পরিবেশে উপস্থিত হয়ে উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারি কে নৌকা মার্কায় বিপুল ভােট দিয়ে বিজয়ের মাসে নৌকা বিজয়ী করার আহ্বান জানান।
শুক্রবার ( ১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উজিরপুর পৌরসভার ৬ নং ওয়ার্ডের কাউন্সিলর বাবুল শিকদার বাড়ীতে আয়োজিত উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারি’র নৌকা মার্কা সমর্থনে উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন তিনি।
স্থানীয় শামসুল হক শিকদারের সভাপতিত্বে উঠান বৈঠকে আরো বক্তব্য রাখেন, বরিশাল জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মজিবুর রহমান,সদস্য অ্যাড ফয়জুল হক ফয়েজ, উজিরপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি এসএম জামাল হোসেন, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান হাফিজুর রহমান ইকবাল, আবুল কালাম আজাদ বাদল, কেন্দ্রীয় সেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক আবিদ আল হাসান এবং সকলের কাছে উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে নৌকা মার্কায় ভোট চেয়ে বক্তব্য রাখেন উজিরপুর পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ মনােনীত নৌকা প্রতীকের মেয়র প্রার্থী মোঃ গিয়াস উদ্দিন বেপারি সহ স্থানীয় আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।