বরিশালে জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস) এর ৪২তম প্রতিষ্ঠা বাষির্কী উপলক্ষে বেলুন-ফেস্টুন উড়িয়ে ও কেক কাটার মাধ্যমে উদ্যাপন করেছে বরিশাল জাসাস (দক্ষিণ) বরিশাল জেলা কমিটি।
আজ মঙ্গলবার (২৯) ডিসেম্বর সকাল ১১টায় সদররোডস্থ জেলা ও মহানগর বিএনপি দলীয় কার্যলয়ের সামনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
জাসাস এর বরিশাল জেলা (দক্ষিণ) এর সাধারন সম্পাদক মীর আদনান আহম্মেদ তুহিনের সভাপতিত্বে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বরিশাল (দক্ষিণ) জেলা বিএনপি সভাপতি আলহাজ¦ এবায়েদুল হক চাঁন,বিশেষ অতিথি ছিলেন জেলা বিএনপি সাধারন সম্পাদক এ্যাড, আবুল কালাম শাহিন,জেলা বিএনপি দপ্তর সম্পাদক আলহাজ¦ মন্টু খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ।
পরে বেলুন-ফেস্টুন উড়িয়ে দিয়ে কেক কাটার মাধ্যমে জাসাস এর ৪২তম প্রতিষ্ঠা বার্ষির্কী পালন কর।