ডেস্ক রিপোর্ট:
বাংলাদেশ আওয়ামী লীগ সভানেত্রী, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী দেশরতœ জননেত্রী শেখ হাসিনা’র ৭৩ তম জন্মবার্ষিকী উপলক্ষে সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনায় দোয়া মোনাজাত বরিশাল জেলা পরিষদের সভা কক্ষে গতকাল সোমবার আলোচনা সভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়। দোয়া মোনাজাত ও আলোচনা সভায় বক্তব্য রাখেন বরিশাল জেলা পরিষদের চেয়ারম্যান সাবেক সংসদ সদস্য মোঃ মইদুল ইসলাম। তিনি বলেন, বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনটি এমন সময়ে পালিত হচ্ছে যখন তার দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল রাষ্ট্রে উন্নীত হয়েছে। এক সময়ের কথিত ‘তলাবিহীন ঝুড়ি’ দারিদ্র্য-দুর্ভিক্ষে জর্জরিত যে বাংলাদেশকে অস্তিত্ব টিকিয়ে রাখার সংগ্রাম করতে হয়েছে। শেখ হাসিনার কল্যাণমুখী নেতৃত্বে সেই বাংলাদেশ আজ বিশ্বজয়ের নবতর অভিযাত্রায় এগিয়ে চলেছে। আমাদের প্রাণপ্রিয় নেত্রী স্বৈরাচারবিরোধী আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন। ধর্মনিরপেক্ষতা, অর্থনৈতিক প্রবৃদ্ধি এসব কিছুই তার নেতৃত্বে হয়েছে। আলোচনা সভা ও দোয়া মোনাজাতে উপস্থিত ছিলেন, প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ মানিকহার রহমান, জেলা পরিষদের প্যানের চেয়ারম্যান মো: মাওলাদ হোসেন সানা, উজিরপুর উপজেলার পৌর মেয়র মোঃ গিয়াস উদ্দিন বেপারী, সহকালী প্রকৌশলী শেখ তৌফিক আজিজ, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুর রহমান, প্রশাসনিক কর্মকর্তা আব্দুস সালাম আকন, প্রধান সহকারী আসম মনিরুজ্জামান নাসির, সাটলিপিকার ফারুক হোসেন, হিসাব রক্ষক নাসরিন আখতার, উচ্চমান সহকারী মোজাহিদুল ইসলাম, ছরোয়ার হোসেন, অফিস সহকারী আজমিরী নাহার, অফিস সহকারী মোঃ সাইফুর রহমান সহ কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।