বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বছরের প্রথম দিনে বরিশালে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

বছরের প্রথম দিনে বরিশালে নতুন বই পেয়ে আনন্দিত শিক্ষার্থীরা

শামীম আহমেদ ॥ ইংরেজী ২০২১ইং নতুন বছরের প্রথম দিন বরিশালে শিক্ষার্থীদের মধ্যে অনুষ্ঠিত হয়েছে বই উৎসব। সীমিত পরিসরে বিভিন্ন স্কুলের শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয়েছে নতুন বই। বছরের প্রথম দিন কয়েকটি শ্রেণির শিক্ষার্থীর হাতে বই তুলে দেওয়া হয়। আগামী কয়েক দিনের মধ্যে অন্যান্য শ্রেণির শিক্ষার্থীদের হাতে বই তুলে দেওয়ার কথা জানিয়েছেন বরিশালের জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান।

আজ শুক্রবার (১) জানুয়ারি সকাল ১০টায় নগরীর মল্লিকবাড়ি রোডের সিস্টারস্ ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে শিশু শিক্ষার্থীদের হাতে আনুষ্ঠানিকভাবে বই তুলে দেন জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ সময় জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার উপস্থিত ছিলেন।

এর আগে সকাল সাড়ে ৯টায় নগরীর কালেক্টরেট স্কুল অ্যান্ড কলেজে বই উৎসব অনুষ্ঠিত হয়। সীমিত আয়োজনে প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেন অধ্যক্ষ প্রফেসর খোন্দকার অলিউল ইসলাম। দীর্ঘ প্রায় সাড়ে ৯মাস পর করোনার কারণে বন্ধ স্কুলের আঙিনায় পা রাখতে পেরে আনন্দিত শিশুরা। সেই সাথে বছরের প্রথম দিন নতুন বই হাতে পেয়ে বেজায় খুশি। বছরের প্রথম দিন থেকেই নতুন বই পড়া শুরু করার কথা জানায় শিশুরা।

পরবর্তী সময়ে নগরীর বিভিন্ন স্কুলে জেলা প্রশাসক বই উৎসবে াংশ গ্রহন করার মাধ্যমে শিশু শিক্ষার্থীদের হাতে বই তুলে দিয়ে শিশুদের আনন্দের সাথে নিজেও আনন্দিত হয়।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ মজুমদার বলেন, জেলায় ১ হাজার ৫শ’ ৯৪ প্রাথমিক বিদ্যালয়ে ২ লাখ ৩২ হাজার শিক্ষার্থী রয়েছে। তাদের জন্য ১৩ লাখ নতুন বই এসেছে। আগামী ২ দিনের মধ্যে শতভাগ শিশুর হাতে বই তুলে দেওয়ার কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রীর নির্দেশে কোভিড পরিস্থিতির মধ্যে সীমিত পরিসরে কিছু সংখ্যক শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা জানান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। আগামী কয়েক দিনের মধ্যে পর্যায়ক্রমে সকল ক্লাশের শিক্ষার্থীর হাতে বই তুলে দেয়ার কথা বলে তিনি।

এদিকে জেলায় ৭শ’ ৯৩টি মাধ্যমিক বিদ্যালয়ের ১ লাখ ৯৪ হাজার ৫শ’ ৩৪জন শিক্ষার্থীর জন্য নতুন বইয়ের চাহিদা ২৮ লাখ ১৯ হাজার ১শ’ ৫০টি। এর মধ্যে ৯ লাখ ২১ হাজার ৮শ’ ৪৩টি নতুন বই এসেছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech