ইসলামিক ফাউন্ডেশনের যাকাত তহবিলের অর্থ আত্মসাতের মামলায় জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে চার্জগঠন করেছেন আদালত।
সোমবার (১১ জানুয়ারি) দুপুরে পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদরাসা মাঠে স্থাপিত অস্থায়ী ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক সৈয়দা হোসনে আরা এ চার্জ গঠন করেন। মামলার সাক্ষ্যগ্রহণের জন্য ১৭ ফেব্রুয়ারি দিন ঠিক করেছেন আদালত।
চার্জগঠনের মধ্যে দিয়ে অর্থ আত্মসাত মামলাটির আনুষ্ঠানিকভাবে বিচার শুরু হলো।
চার্জগঠনের সময় আসামিরা নিজেদেরকে নির্দোষ দাবি করে ন্যায় বিচার প্রার্থনা করেন।
চার্জগঠনের সময় সাঈদী বলেন, আমি সম্পূর্ণ নির্দোষ, আমি এ মামলার বিষয় সম্পর্কে কিছুই জানিনা, যারা আমাকে মিথ্যাভাবে জড়িয়েছে তারা সকলেই জাহান্নামে যাবে।
দেলাওয়ার হোসাইন সাঈদী ছাড়া অপর পাঁচ আসামি হলেন, ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক মোহাম্মদ লুৎফুল হক, মসজিদ কাউন্সিল ফর কমিউনিটি অ্যাডভান্সমেন্টের সাবেক চেয়ারম্যান মাওলানা আবুল কালাম আজাদ, বন্ধুজন পরিষদের প্রধান সম্পাদক মিয়া মোহাম্মদ ইউনুস, ইসলামী সমাজকল্যাণ কেন্দ্রের সাবেক সভাপতি তোফাজ্জল হোসেন ও ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ কাউন্সিলের সহকারী পরিচালক মো. আব্দুল হক।
২০১০ সালের ২৪ মে ইসলামিক ফাউন্ডেশনের সাবেক পরিচালক (অর্থ ও হিসাব) আইয়ুব আলী চৌধুরী রাজধানীর শের-ই বাংলা নগর থানায় মামলাটি দায়ের করেন।
মামলাটি তদন্ত করে ২০১২ সালের ৩০ এপ্রিল দুদকের সহকারী পরিচালক ওয়াজেদ আলী গাজী আদালতে চার্জশিট দাখিল করেন।