নিজস্ব প্রতিবেদক:
বাংলাদেশ সরকার প্রথম থেকেই করোনা ভাইরাস প্রতিরোধে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়নে কাজ করে যাচ্ছে। তারই ধারাবাহিকতায় এবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে সরকার করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম হাতে নিয়েছে। সুষ্ঠুভাবে করোনার ভ্যাকসিন প্রদানে সরকার বদ্ধ পরিকর। প্রাণঘাতী করোনা ভাইরাসের প্রভাবে বিশ্ব যখন টালমাটাল সেখানে বাংলাদেশের করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। শনিবার সকাল সাড়ে ১১ টার দিকে বরিশাল জেলা প্রশাসনের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয় সম্মেলন কক্ষে করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভা প্রধান অতিথির বক্তব্যে এ কথাগুলো বলেন, করোনা ভাইরাস ভ্যাকসিন প্রদান কার্যক্রমে গঠিত জেলা কমিটির উপদেষ্টা পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জাহিদ ফারুক এমপি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও কমিটির সভাপতি জসীম উদ্দীন হায়দার। এসময় আরও উপস্থিত ছিলেন স্থানীয় সরকারের উপ-পরিচালক মোঃ শহিদুল ইসলাম, বরিশাল সিভিল সার্জন ডাঃ মনোয়ার হোসেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব)রাজিব আহমেদ, বরিশাল সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মুনিবুর রহমান, বরিশাল জেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি মোঃ হোসেন চৌধুরী, বরিশাল পরিবার পরিকল্পনার উপ-পরিচালক ডাঃ মুঃ জসিম উদ্দিনসহ আরও অনেক উপস্থিত ছিলেন।
করোনা ভাইরাসের প্রাদূর্ভাব হতে সৃষ্ট বর্তমান পরিস্থিতি মোকাবেলায় করোনা ভ্যাকসিন প্রদান কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য গঠিত জেলা কমিটির সভায় বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। সভায় জানানো হয়, বাংলাদেশে খুব দ্রুত স্বাস্থ্য বিভাগের নিদের্শনা মেনে স্থানীয় পর্যায়ে করোনা ভ্যাকসিন প্রয়োগ করা হবে।