বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

১২ বছর সম্পর্কের পর বিয়েতে নারাজ তরুণী, অনশনে প্রেমিক

১২ বছর সম্পর্কের পর বিয়েতে নারাজ তরুণী, অনশনে প্রেমিক

অনলাইন ডেস্ক:

১২ বছরের সম্পর্কের পর বিয়েতে রাজি না হওয়ায় প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসলেন যুবক। খবর পেয়ে ওই যুবককে সরিয়ে দিয়েছে পুলিশ। তবে অনশন চালিয়ে যাবেন বলে জানিয়েছেন ওই প্রেমিক।

জানা গেছে, দক্ষিণ ২৪ পরগনার নরেন্দ্রপুরের গড়িয়া নবগ্রামের বাসিন্দা বাবু মণ্ডল। প্রায় ১২ বছর ধরে এলাকারই এক তরুণী দেবযানীর সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল তার। কিন্তু এই সম্পর্ক মেনে নেয়নি তরুণীর পরিবার। তার পরও তাদের সম্পর্ক স্বাভাবিকই ছিল। কিছুদিন ধরে ওই যুবককে এড়িয়ে চলতে শুরু করে দেবযানী। একাধিকবার এই বিষয়ে প্রেমিকার সঙ্গে কথা বলেন বাবু। কিন্তু কোনও কিছুতেই পুরনো সম্পর্ক জোড়া লাগাতে রাজি হননি ওই তরুণী। স্পষ্টভাবে দেবযানী জানিয়ে দেন, তার পক্ষে বাবুকে বিয়ে করা সম্ভব নয়। এমনকি বাড়ির লোকদের পছন্দে বিয়ের জন্য প্রস্তুতি নিতে শুরু করছে দেবযানী এমন খবরও ছড়িয়ে পড়ে।

এরপরই প্রেমিকাকে ফিরে পেতে বুধবার দেবযানীর বাড়ির সামনে ধরনায় বসেন বাবু। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই যুবককে সরিয়ে দেয়। সেই সময় বাধ্য হয়ে ফিরে যান বাবু। পরে বৃহস্পতিবার সকালে ফের প্রেমিকার বাড়ির সামনে অনশনে বসেন ওই যুবক। এবারও পুলিশ তাকে সরিয়ে দেয়। কিন্তু প্রেমিকাকে ফিরে না পাওয়া পর্যন্ত লড়াই চালিয়ে যাবেন বলেই জানিয়েছেন বাবু।

তবে এ বিষয়ে এখনও দেবযানী ও তার পরিবারের কোনও প্রতিক্রিয়া পাওয়া যায়নি। ভালবাসা ফিরে পেতে প্রথম অনশনের পথ বেছে নিয়েছিল ধূপগুড়ির অনন্ত। এরপর আরও অনেকেই তার পথে হেঁটেছেন। খালি হাতেই ফিরতে হয়েছে অনেককে। তবে কী হবে বাবুর ভবিষ্যৎ, তা এখন সময়ের অপেক্ষা।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech