নিউজ ডেস্ক:
বরিশাল সদর উপজেলার কড়াপুর ইউনিয়নের ফকিরেরহাট বাজারে অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের আর্থিক সহায়তা দিয়েছেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অবসরপ্রাপ্ত) জাহিদ শামীম ফারুক এমপি।
আজ শুক্রবার (৪অক্টোবর) বিকেলে পানি উন্নয়ন বোর্ডের রেস্ট হাউজে এই অর্থ সহায়তার চেক তুলে দেন তিনি।
ক্ষতিগ্রস্ত ১০ দোকানিকে নগদ ৬ হাজার করে টাকা ও দুই বান করে ঢেউটিন দেওয়া হয়েছে।
এসময় উপস্থিত ছিলেন, বরিশাল সদর উপজেলা ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট মাহাবুবুর রহমান মধু এবং মহানগর আওয়ামী লীগ নেতা মাহামুদুল হক খান মামুনসহ দলীয় নেতাকর্মীরা।