বরিশালে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব সফল করার লক্ষে বিভিন্ন উপজেলার বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের সাথে মতবিনিময় সভা করেছে বিএনপি। বৃহস্পতিবার সকাল ১১টায় নগরীর সদর রোডের দলীয় কার্যালয়ে জেলা (দক্ষিণ) বিএনপির উদ্যোগে এই সভা অনুষ্ঠিত হয়।
জেলা(দক্ষিণ) বিএনপির সভাপতি এবায়েদুল হক চাঁনের সভাপতিত্বে মতবিনিময় সভায় সাধারণ সম্পাদক আবুল কালাম শাহিন, উজিরপুর উপজেলা বিএনপি সভাপতি আ. মাজেদ সিকদার, বাবুগঞ্জ উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অহেদুজ্জামান প্রিন্স, বাকেরগঞ্জ উপজেলা বিএনপি’র সদস্য নাসির হাওলাদার, বানারীপাড়া উপজেলা বিএনপি সভাপতি নান্না হাওলাদার ও সাধারণ সম্পাদক আ. ছালাম এবং বানারীপাড়া পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক রিয়াজ মৃধাসহ অন্যান্যরা বক্তব্য রাখেন। সভায় স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উৎসব পালনের লক্ষ্যে নানা কর্মসূচি গ্রহণ করা হয়।