সারা দেশের মতো বরিশালেও অনুষ্ঠিত হচ্ছে হিন্দু ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। শনিবার সকাল ৯টা ৫০ মিনিটে দুর্গাদেবীর সপ্তমী বিহিত পূজা শুরু এবং নবপত্রিকা প্রবেশ স্থাপন করা হয়। সপ্তমী বিহিত পূজা উপলক্ষ্যে মন্দিরে মন্দিরে ভীর করে ভক্তরা। এ সময় ভক্তরা অঞ্জলী নিবেদন করেন। তাদের মধ্যে বিতরণ করা হয় প্রসাদ।
মন্দিরে মন্দিরে পূজা অর্চনার পাশাপাশি চলছে ঢাকের বাজনা আর ধর্মীয় গান। শারদীয় দুর্গা উৎসব উপলক্ষে নগরীর মন্দিরগুলো সাঁজানো হয়েছে নবরূপে। ভক্তরা সপ্তমী বিহীত পূজা উপলক্ষ্যে সবাইকে শুভেচ্ছা জানিয়েছেন।
এ বছর বরিশাল নগরীতে পূজা মন্ডপের সংখ্যা ৪১টি, জেলায় ৬১৩টি এবং বিভাগের ৬ জেলায় পূজা মন্ডপের সংখ্যা ১ হাজার ৬শ’ ১৩ টি।
এদিকে মহানগরী এবং বিভাগের সবগুলো পূজা মন্ডপের নিরাপত্তায় কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন পুলিশের কর্মকর্তারা।