বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে সম্মানিত রাজাপাকসে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানের অংশ হতে পেরে সম্মানিত রাজাপাকসে

স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ হতে পেরে সম্মানিত বোধ করছেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসে।

শুক্রবার (১৯ মার্চ) ‘মুজিব চিরন্তন’ অনুষ্ঠানে যোগ দিতে ঢাকায় নামার পর এক টুইটে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

তিনি বলেন, বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা ও গার্ড অব অনার পেয়েছি। অভ্যর্থনা জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে অংশ হতে পেরে সম্মানিত বোধ করছি।  আগামী দুইদিন উৎসব ও আলোচনায় ব্যস্ত থাকব।

এর আগে কলম্বো ছাড়ার আগে এক টুইট বার্তায় রাজাপাকসে বলেন, স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশে যাচ্ছি। উভয় দেশের পারস্পরিক স্বার্থে দ্বিপক্ষীয় সম্পর্ক শক্তিশালী করতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তাঁর সরকারের সঙ্গে কাজ করতে চাই।

শুক্রবার  সকাল ১০টায় রাজাপাকসেকে বহনকারী শ্রীলঙ্কান এয়ার লাইন্সের বিমান হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে দুই দিনের ঢাকা সফরে আসলেন শ্রীলঙ্কার সরকারপ্রধান।

মাহিন্দা রাজা পাকসের সঙ্গে এসেছেন দেশটির শিক্ষামন্ত্রী, আঞ্চলিক সহযোগিতা প্রতিমন্ত্রী, তাঁত ও বস্ত্র প্রতিমন্ত্রী, গ্রামীণ গৃহায়ণ ও গৃহনির্মাণ সামগ্রী শিল্প প্রতিমন্ত্রী, অর্থ প্রতিমন্ত্রী এবং সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তাসহ ২৮ সদস্যের প্রতিনিধিদল।

শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসেকে বিমানবন্দরে স্বাগত জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিমানবন্দরে রাজাপাকসেকে ২১টি গান স্যালুটসহ আনুষ্ঠানিক গার্ড অব অনার সম্মাননা জানায় সামরিক বাহিনীর একটি চৌকস দল। এখান থেকে তিনি যাবেন সাভারের জাতীয় স্মৃতিসৌধে। ১৯৭১ সালের মুক্তিযুদ্ধের শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করবেন রাজাপাকসে।

এরপর তিনি শাহবাগের হোটেল ইন্টারকন্টিনেন্টালে আসবেন। ঢাকা সফরকালে এই হোটেলেই অবস্থান করবেন তিনি।

বিকেল সাড়ে ৪টায় জাতীয় প্যারেড গ্রাউন্ডে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আয়োজনে সম্মানিত অতিথি হিসেবে যোগ দেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। ওই আয়োজনে বঙ্গবন্ধুর প্রতি শ্রদ্ধা জানিয়ে বক্তব্য রাখার কথা রয়েছে তার।

ওই দিন সন্ধ্যায় হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী মাহিন্দা রাজাপাকসের সম্মানে নৈশভোজ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে যোগ দেবেন তিনি।

সফরের শেষ দিন শনিবার ধানমন্ডি ৩২ নম্বরে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করে, তার স্মৃতিবিজড়িত বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর ঘুরে দেখবেন তিনি।

এরপর প্রধানমন্ত্রীর কার্যালয়ে শেখ হাসিনার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী। বৈঠকে দুই দেশের স্বার্থসংশ্লিষ্ট ও পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরির নানা দিক নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে জানানো হয়েছে।

বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, কৃষি, উপকূলীয় জাহাজ চলাচল, শিক্ষা, তথ্যপ্রযুক্তি নিয়েও দুই শীর্ষনেতার মধ্যে আলোচনা হওয়ার কথা রয়েছে।

বিকেলে রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবনে রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন এবং ওই দিন সন্ধ্যায় কলম্বোর উদ্দেশে ঢাকা ছেড়ে যাবেন শ্রীলঙ্কার প্রধানমন্ত্রী।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech