বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

ব‌রিশা‌লে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৪ চেয়ারম্যান

ব‌রিশা‌লে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ১৪ চেয়ারম্যান

আসন্ন ইউনিয়ন প‌রিষদ নির্বাচ‌নে ব‌রিশা‌লে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪ ইউনিয়নের চেয়ারম‌্যান প্রার্থী।

বুধবার (২৪ মার্চ) রা‌তে ব‌রিশাল জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূ‌ত্রে এ তথ‌্য জানা যায়।

জানা যায়, ব‌রিশাল জেলার ৫০‌টি ইউনিয়‌নে ১১ এপ্রিল প্রথম দফায় নির্বাচন অনু‌ষ্ঠিত হ‌বে। এর ম‌ধ্যে ১৪ ইউনিয়‌নের চেয়ারম‌্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বা‌চিত হ‌য়ে‌ছেন। যারা সবাই আওয়ামী লী‌গের ম‌নোনীত প্রার্থী।

নির্বা‌চিত চেয়ারম্যান প্রার্থীরা হ‌লেন- উজিরপুর উপ‌জেলার শোলক ইউনিয়‌নের আব্দুল হা‌লিম সরদার, মুলাদী উপ‌জেলার সদর ইউনিয়‌নের কামরুল আহসান, গৌরনদী উপ‌জেলার নল‌চিড়া ইউনিয়‌নের গোলাম হা‌ফিজ মৃধা, মা‌হিলাড়া ইউনিয়‌নের সৈকত গুহ পিকলু, খাঞ্জাপুর ইউনিয়‌নের নূর আলম সের‌নিয়াবাত, বার্থী ইউনিয়‌নের আব্দুর রাজ্জাক, বাটা‌জোর ইউনিয়‌নের আব্দুর রব হাওলাদার, চাদশী ইউনিয়‌নের নজরুল ইসলাম, বানারীপাড়া উপ‌জেলায় বিশারকা‌ন্দি ইউ‌নিয়নে সাইফুল ইসলাম শান্ত, ইলুহার ইউনিয়‌নের শ‌হিদুল ইসলাম, স‌লিয়াবাকপুর ইউ‌নিয়‌নে মো. সি‌দ্দিকুর রহমান, সদর ইউ‌নিয়‌নে আব্দুল জ‌লিল ঘরামী, উদয়কা‌ঠি ইউনিয়‌নের রাহাদ আহ‌ম্মেদ ননী ও বা‌কেরগঞ্জ উপ‌জেলার দুধল ইউনিয়‌নের আওয়ামী লী‌গের গোলাম মো‌র্শেদ।

ব‌রিশাল বিভা‌গের ৬ জেলায় ৩৭৬‌টি ইউনিয়‌ন। এর ম‌ধ্যে প্রথম দফায় ভোট অনু‌ষ্ঠিত হ‌চ্ছে ১৭৩‌টি ইউনিয়‌নে। যার ম‌ধ্যে ২১‌টিতে ইভিএম পদ্ধ‌তি‌তে ভোটগ্রহণ হ‌বে। এর ম‌ধ্যে ব‌রিশাল জেলায় ৫০‌টি ইউনিয়‌নে ভোটগ্রহণ অনু‌ষ্ঠিত হ‌বে। চেয়ারম‌্যান প‌দে ১৯৯ জন ম‌নোনয়ন দা‌খিল ক‌রেন। যা‌তে বা‌কেরগ‌ঞ্জের দুধল, গৌরনদীর বাটাজোর, খাঞ্জাপুর, চাদশী, মা‌হিলারা ও নল‌চিড়ায় চেয়ারম্যান প‌দে একজন ক‌রে ম‌নোনয়নপত্র দা‌খিল ক‌রেন। বুধবার আরও আট ইউনিয়‌নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা ম‌নোনয়নপত্র প্রত‌্যাহার ক‌রে নেওয়ায় আওয়ামী লী‌গের চেয়ারম‌্যান প্রার্থীরা এককভা‌বে র‌য়ে‌ছেন।

এদিকে ৫০‌টি ইউনিয়‌নে সাধারণ ওয়া‌র্ডে ১ হাজার ৬২১ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা কর‌বেন এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় ১৫ জন সদস‌্য প্রার্থী বিজয়ী হ‌য়ে‌ছেন। একই সঙ্গে সংর‌ক্ষিত ওয়া‌র্ডে ৫১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বী কর‌বেন নির্বাচ‌নে এবং এর ম‌ধ্যে দু’জন প্রার্থী নির্বা‌চিত হ‌য়ে‌ছেন বিনা প্রতিদ্বন্দ্বিতায়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech