বরিশালে সরকার ঘোষিত ৭ দিনের লকডাউন পুরোপুরি কার্যকর হয়নি। বুধবার তৃতীয় দিনেও ঢিলেঢালাভাবে চলছে বরিশালের লকডাউন। বরিশাল থেকে আন্তঃজেলা ও দূরপাল্লার লঞ্চ-বাস বন্ধ ছিল। নগরীর অভ্যন্তরে থ্রি-হুইলার এবং রিক্সা চলাচল ছিল অনেকটা স্বাভাবিক।
গণপরিবহনে স্বাস্থ্যবিধি রক্ষা হয়নি। তবে রাস্তাঘাটে আগের চেয়ে তুলনামূলক মানুষজন কমেছে। নগরীর প্রধান প্রধান বাজারগুলোতে ক্রেতাদের উপচেপড়া ভীড় লক্ষ্য করা গেছে। অনেক এলাকায় পোশাক, প্রসাধনী এবং মোবাইল ফোন বিক্রির দোকানগুলো চোরাগোপ্তাভাবে খোলা রাখতে দেখা গেছে।
এদিকে, লকডাউন কার্যকরসহ স্বাস্থ্যবিধি রক্ষায় নগরীতে ২টি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেছে জেলা প্রশাসন। বুধবার সকাল থেকে দুপুর পর্যন্ত নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেনের ভ্রাম্যমাণ আদালত নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ৭ ব্যক্তি ও প্রতিষ্ঠান থেকে ২ হাজার ৪শ’ টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট নিশাত ফারাবীর ভ্রাম্যমাণ আদালত ১ হাজার ৯শ’ টাকা অর্থদণ্ড দেন।
জনস্বার্থে এই অভিযান চলবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত হোসেন।