নিজস্ব প্রতিবেদক:
শিবির সন্দেহে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তড়িৎ কৌশল বিভাগের শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডের প্রতিবাদে ও হত্যাকারীদের বিচারের দাবীতে বরিশাল সরকারি বিএম কলেজের সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে ক্যাম্পাসে মিছিল ও সড়কে মানববন্ধন করেছে কয়েকটি ছাত্র রাজনৈতিক সংগঠন। বেলা ১১ টায় ক্যাম্পাসের বিজয় চত্বর থেকে মিছিল শুরু করে ছাত্র ইউনিয়ন, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, জাতীয় ছাত্র সমাজ, ছাত্র অধিকার আন্দোলন। এসময় ইসলামী ছাত্র শিবির ও ছাত্রদলের বেশ কিছু কর্মিরা মিছিলে যোগদান করেন। মিছিলটি ক্যাম্পাস প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে মানববন্ধন করে। এসময় হত্যাকাণ্ডের জন্য বক্তারা ছাত্রলীগকে দায়ী করে হত্যার বিচার চেয়ে বক্তব্য রাখেন জেলা ছাত্র ইউনিয়নের সহ সভাপতি জাহাঙ্গীর আলম জামাল, কলেজ শাখার যুগ্ম আহবায়ক রাহুল দাস, ছাত্র সমাজের নজরুল ইসলাম, ইশা ছাত্র আন্দোলনের আবু বকর, আল মামুন, রেজাউল করিম, ছাত্র অধিকার আন্দোলনের রনি খোন্দকার, তামিম প্রমুখ।