নারায়ণগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য শামীম ওসমান স্বপরিবারে করোনা ভাইরাসের ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
মঙ্গলবার (১৩ এপ্রিল) দুপুরে নারায়ণগঞ্জের খানপুর ৩০০ শয্যা হাসপাতালের কোভিড-১৯ টিকাদান কেন্দ্রে ভ্যাকসিনের এই দ্বিতীয় ডোজ গ্রহণ করেন।
একই সঙ্গে তার স্ত্রী সালমা ওসমান লিপি, ছেলে ইমতিহান ওসমান অয়ন ও মেয়ে অঙ্গনা ভ্যাকসিনের দ্বিতীয় ডোজ গ্রহণ করেছেন।
এসময় শামীম ওসমান বলেন, সকলের কাছে একটাই অনুরোধ আপনারা দুটি জিনিস করবেন। একটা হচ্ছে যার যার ধর্ম অনুযায়ী প্রার্থনা আরেকটা হচ্ছে দয়া করে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নইলে বড় ধরনের হুমকির মধ্যে পড়ে যাবো। আমরা বিষয়টাকে হালকাভাবে নিচ্ছি কিন্তু এই রোগটা কিন্তু হালকা না। সময় মতো টিকা নিন। সরকারের একার পক্ষে সম্ভব না। আমাদের সবাইকে সচেতন হতে হবে।
এর আগে গত ২৩ ফেব্রুয়ারি শামীম ওসমানের পরিবারের সদস্যরা কোভিড-১৯ ভ্যাকসিন গ্রহণ করেন। পরদিন ২৪ ফেব্রুয়ারি নেন শামীম ওসমান।