নিউজ ডেস্ক:
বরিশালের আগৈলঝাড়ায় র্যাব-৮ এর অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৪ জনকে আটক করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকেলে আগৈলঝাড়া থানাধীন উত্তর বার পাইকা সাকিনস্থ এলাকা থেকে তাদের আটক করা হয়। আটকৃতরা হলেন, ঢাকা কেরানীগঞ্জ থানার আজিজুল হাওলাদারের ছেলে মানিক হাওলাদার(৩২), আগৈলঝাড়ার উত্তর বার পাইকা এলাকার নগেন্দ্র মন্ডলের ছেলে বিকাশ মন্ডল (২৭), কাঠিরা এলাকার চৈতন্য হালদারের ছেলে নয়ন হালদার(২২) ও দক্ষিণ সাতলা এলাকার রবীন্দ্র রায়ের ছেলে রঞ্জন রায়(২২)।
আজ র্যাব-৮ সদর দপ্তর থেকে গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।
জানা যায়, আগৈলঝাড়া থানাধীন উত্তর বার পাইকা সাকিনস্থ জনৈক নিহার মন্ডল এর মুরগীর খামারের উত্তর পাশে বিশ্রাম কক্ষের মধ্যে মাদক জাতীয় দ্রব্য ক্রয়/বিক্রয় করছে প্রাপ্ত এমন সংবাদের ভিত্তিতে র্যাবের অভিযানিক দলটি সেখানে অভিযান চালায়। কৌশলগতভাবে ঘটনাস্থলের সন্নিকটে পৌছলে র্যাবের উপস্থিতি টের পেয়ে পালানোর চেষ্টাকালে র্যাব সদস্যরা ঘেরাও পূর্বক ০৪(চার) জন ব্যক্তিকে আটক করে।
পরবর্তীতে স্থানীয় জনসাধারণের উপস্থিতিতে আটককৃত ১নং আসামী মোঃ মানিক হাওলাদার(৩২) এর নিকট রক্ষিত ১৩২ পিস ইয়াবা ট্যাবলেট, ২নং আসামী বিকাশ মন্ডলের নিকট ১০০ পিস ইয়াবা ট্যাবলেট সর্বমোট ২৩২ (দুইশত বত্রিশ) পিস গোলাপি রংয়ের ইয়াবা ট্যাবলেট ও ৩নং আসামী নয়ন হালদারের নিকট ০.২৫৫ কেজি গাঁজা এবং ৪নং আসামী রঞ্জন রায়ের নিকট থেকে ০১ কেজি গাঁজাসহ সর্বমোট ১.২৫৫ কেজি গাঁজা উদ্ধার করে।
র্যাব-৮ বরিশালের সিপিএসসি’র ডিএডি মোঃ অলিউর রহমান বাদী হয়ে বরিশাল জেলার আগৈলঝাড়া থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করেন।