বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ১৯৩ পিস ইয়াবাসহ আটক ৪

বরিশালে পৃথক অভিযানে ৫ হাজার ১৯৩ পিস ইয়াবাসহ আটক ৪

বরিশালে গোয়েন্দা পুলিশ ও র‌্যাবের পৃথক অভিযানে ৫ হাজার ১৯৩ পিস ইয়াবাসহ ৪ জনকে আটক করা হয়েছে। গত বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাতে ওই পৃথক অভিযান পরিচালিত হয়। আটককৃতদের জিজ্ঞাসাবাদ শেষে সংশ্লিষ্ট থানায় সোপর্দ করে পৃথক মামলা দায়ের করে গোয়েন্দা পুলিশ ও র‌্যাব।

এক প্রেস বিজ্ঞপ্তিতে নগর গোয়েন্দা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত বৃহস্পতিবার রাতে নগরীর ১৪ নম্বর ওয়ার্ডের বাংলাবাজার সংলগ্ন একটি কুরিয়ার সার্ভিসের সামনে ওৎ পেতে থাকে গোয়েন্দা পুলিশ সদস্যরা। এসময় শিশুদের একটি খেলনা সাইকেলসহ সদর উপজেলার চরবাড়িয়ার মো. সজল খান (২৮) এবং ঝালকাঠির নলছিটির মো. শামীম হাওলাদারকে আটক করা হয়। পরে খেলনা সাইকেলটি খুলে এর বডির বিভিন্ন স্থানে বিশেষ কৌশলে রাখা ৩ হাজার ৮৫০ পিস ইয়াবা উদ্ধার করে গোয়েন্দা পুলিশ। গোয়েন্দা পুলিশ জিজ্ঞাসাবাদে সজল তার নলছিটির দপদপিয়ার বাসায় আরও ইয়াবা থাকার কথা স্বীকার করে। এসময় সজলের দপদপিয়ার ভাড়া বাসায় তল্লাশী চালিয়ে আরও ১ হাজার পিস ইয়াবাসহ সজলের স্ত্রী এ্যানী আক্তারকে আটক করে পুলিশ।
আটককৃতরা দির্ঘদিন ধরে শিশুদের খেলনার মধ্যে বিশেষ কায়দায় ইয়াবা ঢুকিয়ে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে এক স্থান থেকে অন্য স্থানে পাঁচার করার কথা পুলিশের জিজ্ঞাসাবাদে স্বীকার করে। জিজ্ঞাসাবাদ শেষে আটককৃতদের কোতয়ালী থানায় সোপর্দ করে মামলা করেছে গোয়েন্দা পুলিশ।

অপরদিকে, র‌্যাবের একটি বিশেষ দল গোপন সংবাদের ভিত্তিতে গত কালবৃহস্পতিবার রাতে নগরীর ঝাউতলা প্যারাডাইস ইন্টারন্যাশনাল হোটেলের সামনে অভিযান চালায়। এসময় দূর্জয় মুখার্জী ওরফে খোকন (৪৭) নামে একজনকে ৩৪৩ পিস ইয়াবাসহ আটক করে র‌্যাব। জিজ্ঞাসাবাদ শেষে আটক খোকনকে কোতয়ালী মডেল থানায় সোপর্দ করে র‌্যাবের ডিএডি মো. সাইফুল ইসলাম বাদী হয়ে একটি মামলা দায়ের করেছেন বলে এক প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech