বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

২০৪১ সালে মাথাপিছু আয় হবে ১২৫০০ ডলার: পরিকল্পনামন্ত্রী

২০৪১ সালে মাথাপিছু আয় হবে ১২৫০০ ডলার: পরিকল্পনামন্ত্রী

দেশে বর্তমানে অর্থনৈতিক সহনশীলতা রয়েছে। এই ধারাবাহিকতায় ২০৪১ সালে ১২ হাজার ৫শ ডলার হবে বলে দাবি করেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।

মঙ্গলবার (১৮ মে) প্রধানমন্ত্রী ও এনইসির চেয়ারপারসন শেখ হাসিনার সভাপতিত্বে গণভবনের সঙ্গে সংযুক্ত হয়ে ভিডিও কানফারেন্সিংয়ের মাধ্যমে শেরেবাংলা নগর এনইসি সম্মেলনকক্ষ ও সচিবালয় মন্ত্রিপরিষদকক্ষে অনুষ্ঠিত জাতীয় অর্থনৈতিক পরিষদের সভাশেষে পরিকল্পনামন্ত্রী একথা বলেন।
পরিকল্পনামন্ত্রী বলেন, আমাদের আজ দারুণ একটা সংবাদ করোনার মধ্যেও মাথাপিছু আয় বেড়েছে। এ কাজটি দারুণভাবে সম্পন্ন করেছে বিবিএস (বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরো)। এজন্য বিবিএসকে ধন্যবাদ।

মন্ত্রী আরো বলেন, প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ৪০তম স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এমন একটা সুখবর পেয়েছি। মোট জিডিপির আকার দাঁড়িয়েছে ২৫৫ দশমিক ১৭ বিলিয়ন ডলার।

পেশাগত দায়িত্ব পালনের জন্য স্বাস্থ্য মন্ত্রণালয়ে গেলে সাংবাদিক রোজিনা ইসলামকে সেখানে আটকে রেখে নির্যাতন করা হয়েছে? এমন প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, কেউ নিগৃহীত হোক চাই না। এমন ঘটনাও কাম্য নয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech