নিজস্ব প্রতিবেদক:
বরিশাল জেলার হিজলা উপজেলায় প্রায় কোট টাকা মূল্যের কারেন্ট জাল সহ ৮ জনকে আটক করেছে পুলিশ।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ওসি শেখ বেল্লাল হোসেন’র নেতৃত্বে ”মা ইলিশ সংরক্ষণ অভিযান-১৯” গতকাল বুধবার দুপুর থেকে রাত পর্যন্ত এক অভিযানে তাদের আটক করা হয়।
হিজলা নৌ পুলিশ ফাঁড়ি সূত্রে জানা যায়, মা ইলিশ সংরক্ষণ অভিযান চলাকালীন সময় মেঘনার শাখা নদী বাউসিয়া পয়েন্টে তিন বস্তা কারেন্ট জাল যাহার মূল্য ৯০ লক্ষ টাকা, একটি ইঞ্জিন চালিত পুরাতন কাঠেন নৌকা যাহার মূল্য ৩০ হাজার টাকা সহ শাওন, বেল্লাল, মিলন, শাহাদাৎ, আসিফুল হুদা, জাহিদুল ইসলাম, ইউসুফ হাওলাদার ও আবদুল জব্বারকে আটক করা হয়। আটককৃত সকলে মেহেন্দিগঞ্জ উপজেলার দক্ষিণ মাদানবুনিয়া গ্রামের বাসিন্দা।
বিষয়টি নিশ্চিত করেছেন হিজলা নৌ পুলিশ ফাঁড়ির ওসি শেখ বেল্লাল হোসেন।
পরে আটককৃতদের হিজলা উপজেলা নির্বাহী অফিসর মোঃ আমিনুল ইসলাম মোবাইল কোর্টের মাধ্যমে সাজা প্রদান করেন। এসময় ১ থেকে ৬নং আসামী প্রত্যেককে ৫ হাজার টাকা করে মোট ৩০হাজার টাকা জরিমানা করেন। ৭নং আসামীকে ১ বছর দুই মাস বিনাশ্রম কারাদন্ড ও ৮ নং আসামীকে ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেওয়া হয়।