দুর্নীতি মামলায় ৭ বছরের কারাদন্ডপ্রাপ্ত বরিশাল সিটি করপোরেশনের (বিসিসি) সাবেক মেয়র ও জেলা বিএনপির সাবেক সভাপতি আহসান হাবিব কামাল ৮ মাস কারাভোগের পর বরিশাল কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। বুধবার সন্ধ্যায় তিনি কারাগার থেকে মুক্তি পান।
এ সময় তার অনুসারী নেতাকর্মীরা ফুল দিয়ে কামালকে স্বাগত জানায়। পরে একটি মাইক্রোবাসে কারাফটক ত্যাগ করেন সাবেক মেয়র কামাল। এর আগে হাইকোর্টের একটি বেঞ্চ মঙ্গলবার শুনানী শেষে তাকে জামিনের আদেশ দেন।