বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

৩২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রীর

৩২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা প্রধানমন্ত্রীর

নিম্নআয়ের মানুষের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী। করোনায় ক্ষতিগ্রস্ত নিম্নআয়ের মানুষের সহায়তায় ৩ হাজার ২০০ কোটি টাকার ৫টি নতুন প্রণোদনা প্যাকেজের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই প্যাকেজে ১৪ লাখ ৩৭ হাজার ৩৮৯ জন দিনমজুর, ২ লাখ ৩৫ হাজার ৩৩ জন পরিবহণ শ্রমিক, ৫০ হাজার ৪৪৫ ক্ষুদ্র ব্যবসায়ী ও এক হাজার ৬০৩ জন নৌ পরিবহণ শ্রমিককে জন প্রতি ২৫০০ টাকা আর্থিক সহায়তা দেয়া হবে। এতে উপকারভোগির সংখ্যা ১৭ লাখ ২৪ হাজার ৪৭০ জন।

শহর এলাকায় এই সহায়তা ২৫ জুলাই থেকে ৭ আগস্ট পর্যন্ত, সারাদেশে ৮১৩টি কেন্দ্রে বিশেষ ওএমএস কার্যক্রম পরিচালনা করা হবে। এতে ২০ হাজার মেট্রিক টন চাল ও ১৪ হাজার মেট্রিক টন আটা রাখা হয়েছে। এছাড়া ৩৩৩ নম্বরে জনসাধারণের অনুরোধে খাদ্য সহায়তা দিতে জেলা প্রশাসকদের বিশেষ বরাদ্দ দেয়া হয়েছে।

এর আগে গ্রামীণ এলাকায় কর্মসৃজনমূলক কাজে অর্থায়নের জন্য ৩ হাজার ২০০ কোটি টাকা অতিরিক্ত বরাদ্দ দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech