বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে বুধবার বসছে ১৫তম স্প্যান

বরিশালবাসীর স্বপ্নের পদ্মা সেতুতে বুধবার বসছে ১৫তম স্প্যান

অনলাইন ডেস্ক : পদ্মা সেতুতে দুই এক দিনের মধ্যে বসতে যাচ্ছে ১৫তম স্প্যান ৪-ই। ১৫তম স্প্যান বসানোর মাধ্যমে পদ্মা সেতুর ২,২৫০ মিটার দৃশ্যমান হচ্ছে।

ইতোমধ্যে ১৪টি স্প্যান সফলভাবে বসানোর ফলে পদ্মা সেতুর ২,১০০ মিটার বা ২ কিলোমিটারের অধিক দৃশ্যমান হয়।

আবহাওয়া এবং ড্রেজিং অনুকূলে থাকলে আগামী ১৬ অথবা ১৭ অক্টোবর ১৫তম স্প্যান পিয়ার-২৩ এবং ২৪ এর ওপর বসানো হবে।

সোমবার (১৪ অক্টোবর) স্প্যানটি পদ্মার চর এলাকা হতে সরিয়ে নেয়া হয়েছে।

এছাড়া পিলারের ওপরে বসাতে আরও ৫টি স্প্যান এখন প্রস্তুত রয়েছে। তবে পদ্মায় নাব্যতা সংকটের কারণে এ সকল স্প্যান এত দিন বসানো সম্ভব হয়নি বলে জানিয়েছেন দায়িত্বরত একজন প্রকৌশলী। তবে ড্রেজিং করে নাব্যতা ফিরিয়ে আনায় এখন থেকে আবার স্প্যান বসানোর কাজ এগিয়ে যাবে।

সংশ্লিষ্ট প্রকৌশলী আরও জানান, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩২টি পিলারের কাজ ইতোমধ্যে পুরোপুরি শেষ হয়েছে। বাকি ১০টি পিলারের পাইলিং শেষ হলেও এখন ক্যাপ বা পুরোপুরি কাজ শেষ হয়নি।

এছাড়া মোট ৪১টি স্প্যানের মধ্যে মাওয়ায় ইতোমধ্যে এসে পৌঁছেছে ৩০টি স্প্যান। যার মধ্যে ১৪টি স্থাপন করা হয়েছে। বাসস

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech