বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশাল নগরীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

বরিশাল নগরীতে সড়ক দূর্ঘটনায় নিহত ২

বরিশাল নগরীতে সড়ক দূর্ঘটনায় দুইজন নিহত হয়েছে।

আজ সকালে নগরীর সিএন্ডবি রোড এলাকায় এ দূর্ঘটনা ঘটে।

বাস ও মাহিন্দ্রার মুখোমুখি সংঘর্ষে এ দূর্ঘটনা ঘটে বলে জানায় স্থানীয়রা। পরে আহতদের শেবাচিমে নেয়ার পথে দুজন মারা যায়।

নিহতরা হলেন, ঝালকাঠির আব্দুল খালেক (৬০) ও পিরোজপুরের নিপা মিস্ত্রী (২৬)।

আহত এক যাত্রী জানায়, নগরীর রূপাতলী থেকে যাত্রী নিয়ে নতুল্লাবাদের উদ্দেশ্যে যাচ্ছিল মাহিন্দ্রটি। সিএন্ডবি রোড নজরুল সড়ক এলাকায় বরিশাল বিশ্ববিদ্যালয়ের একটি বাস ও মাহিন্দ্রটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ৮যাত্রী গুরুত্বর আহত হয়। বাস ও মাহিন্দ্র সংঘর্ষের পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech