বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

‘ছাত্রলীগ একাই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে পারে’

‘ছাত্রলীগ একাই ষড়যন্ত্রকারীদের প্রতিরোধ করতে পারে’

সৎ গ্রহণযোগ্য ত্যাগী নেতাদের নিয়ে ছাত্রলীগের সংগঠন গোছানোর আহ্বান জানিয়ে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল হোসেন বলেছেন, যারা অপপ্রচার করছে, যারা ষড়যন্ত্র করছে তাদের প্রতিরোধে ছাত্রলীগ একাই যথেষ্ট।

শুক্রবার (২০ আগস্ট) দুপুরে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউ আওয়ামী লীগ কেন্দ্রীয় কার্যালয়ে জাতীয় শোক দিবস উপলক্ষে ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

এস এম কামাল বলেন, ‘আজকে ছাত্রলীগের একজন শেখ হাসিনা আছেন। যিনি ছাত্রলীগের নেত্রী ছিলেন। ঊনসত্তরে ছাত্রী মিছিলের নেতৃত্ব দিয়েছেন, জয় বাংলা স্লোগান দিয়েছেন। আমরা গর্ব করে বলতে পারি আমরা শেখ হাসিনার কর্মী। যিনি আপাদমস্তক রাজনীতিবিদ, সফল রাজনীতিবিদ।’

তিনি বলেন, ‘২০০১ থেকে ২০০৮ সাল যে নেতাকর্মীরা খালেদা নিজামী-তারেক রহমানের দুঃশাসনের বিরুদ্ধে জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। বিএনপি-জামায়াত সেদিন আওয়ামী লীগের ২১ হাজার নেতাকর্মীকে গুম খুন গ্রেফতার করেছিল। সেই অন্ধকার যুগে যখন যে নেতাকর্মী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ ছিল। ২০০৮ সালের নির্বাচনের জয়ে ভূমিকা রেখেছিল। তাই তাদের খুঁজে বের করে সংগঠনে দায়িত্ব দিতে হবে। আমাদের কোন ভাড়াটে লোকের দরকার নাই।’

সংগঠনের সভাপতি মেহেদী হাসানের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন- বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মির্জা আজম, ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ও সাধারণ সম্পাদক আবু আহমদ মন্নাফী ও হুমায়ুন কবির, বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয়, সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যসহ মহানগর ছাত্রলীগের সাবেক নেতারা। সভা সঞ্চালনা করেন ঢাকা মহানগর দক্ষিণ ছাত্রলীগের সাধারণ সম্পাদক জুবায়ের আহমেদ।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech