মেহেন্দিগঞ্জ প্রতিনিধি:
মেহেন্দিগঞ্জে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সফল সভাপতি ও বিএনপি’র জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য রাজিব আহসান-কে গ্রেপ্তারের ঘটনায় প্রতিবাদ জানানো হয়েছে। বৃহস্পতিবার উপজেলা বিএনপির সাধারন সম্পাদক গিয়াস উদ্দিন দিপেন স্বাক্ষরিত এক প্রেসবার্তায় এই প্রতিবাদ জানোনো হয়। অন্যান্যের মধ্যে প্রতিবাদ জানিয়েছেন মেহেন্দিগঞ্জ উপজেলা বিএনপি সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম খন্দকার, সাংগঠনিক সম্পাদক আসাদুজ্জামান মুক্তা, প্রচার সম্পাদক মাহাবুব আলম জীবন, বরিশাল উত্তর জেলা যুবদলের আহবায়ক সালাউদ্দিন পিপলু, উপজেলা যুবদলের আহবায়ক রিয়াজ শাহীন লিটন, যুগ্ম-আহবায়ক রেজাউল করিম খান, পৌর যুবদলের আহবায়ক সৈয়দ নাঈম ইসলাম তুহিন, যুগ্ম-আহবায়ক মাজহারুল ইসলাম পারভেজ, উপজেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি মাহামুদ খান, পৌর স্বেচ্ছাসেবকদলের সভাপতি শাহীন হাওলাদার, উপজেলা শ্রমিকদলের সভাপতি হাচান আলী সিকদার, মনির সওদাগর, উপজেলা ছাত্রদলের আহবায়ক শাহাদাত হোসেন সোহাগ, পৌর ছাত্রদলের আহবায়ক তরিকুল ইসলাম, কলেজ ছাত্রদলের আহবায়ক এমাজউদ্দিন রাজুসহ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ। প্রেসবার্তায় অভিলম্বে রাজিব আহসান’র বিরুদ্ধে দায়েরকৃত মিথ্যা মামলার প্রত্যহারসহ তার নিঃশর্ত মুক্তি দাবী করা হয়।