চলতি সেপ্টেম্বরেই নতুন রাজনৈতিক দলের ঘোষণা দিতে যাচ্ছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সাবেক সহ-সভাপতি (ভিপি) নুরুল হক নূর। নতুন দলের নাম এখনও চূড়ান্ত না হলেও এ নিয়ে আলোচনা চলছে। এর মধ্যে আব্দুর রহমানকে সভাপতি, সোহেল রানাকে সাধারণ সম্পাদক ও রিজুওয়ানুল ইসলাম সজীবকে সাংগঠনিক সম্পাদক করে ৬১ সদস্য বিশিষ্ট বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নতুন কমিটির ঘোষণা দিলেন নূর।
আজ শুক্রবার ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয়ে সারাদেশের বিভিন্ন ইউনিটের প্রতিনিধি সভায় এ কমিটির ঘোষণা দেন ডাকসুর সাবেক এই ভিপি। এর আগে, নূর গঠন করেছেন ছাত্র অধিকার পরিষদ, যুব অধিকার পরিষদ, পেশাজীবি অধিকার পরিষদ ও পেশাজীবি অধিকার পরিষদসহ ৫টি অঙ্গসংগঠন।
এরই মধ্যে বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের নবনির্বাচিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ছাত্র, যুব ও শ্রমিক অধিকার পরিষদের বর্তমান সমন্বয়ক নুরুল হক নূর। কমিটিতে সিনিয়র সহ-সভাপতি হিসেবে রয়েছেন আরিফুল ইসলাম। এছাড়া কমিটির দপ্তর সম্পাদক আব্দুল করিম, অর্থ সম্পাদক আসাদুজ্জামান নুর, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাব্বানি মিয়া রাঙা, ক্রীড়া সম্পাদক মো. ফয়সাল আহমেদ, সমাজসেবা সম্পাদক জাহিদ হাসান ও নারী বিষয়ক সম্পাদক সুরাইয়া হাসান প্রমুখ।
এর আগে, নূর তার নতুন রাজনৈতিক দলের বিষয়ে জানিয়েছিলেন- তিনি যে দল গড়বেন তা কোনো পন্থি হবে না। এটি হবে গণমানুষের জন্য। নূর জানান, আমাদের দেশের রাজনীতিকে অনেকে বামপন্থি ও ডানপন্থি ধারায় বিভক্ত করে। তবে আমাদের চিন্তাভাবনা হচ্ছে কোন পন্থি না হয়ে দল হবে গণমানুষের জন্য, আমরা গণমানুষের অধিকার আদায়ে কাজ করবো।