কলাপাড়া প্রেস ক্লাবের সাবেক সহ- সভা পতি, সাবেক উপদেষ্টা, রফিকুল ইসলাম বিশ্বাস! গত ২৪ সেপ্টেম্বর ২০১৯ বার্ধক্য জনিত কারনে ইন্তে কাল করেন
আজ২৪/০৯/২০২১ ইং তারিখতার দ্বিতীয় মৃত্যু বার্ষিকী। আপনারা বিধাতার কাছে,তার জন্য দোয়া করবেন৷ যেন বিধাতা তাকে তার জান্নাতের উচ্চ মাকাম দান করেন,আমিন। উল্লেখ্য,আজ কলাপাড়া প্রেস ক্লাব তার জন্য দোয়া ও আলোচনাসভা’রআয়োজন করেন।