নগরীর স্ব-রোড বাকলার পিছনে মাতব্বর ম্যানশনে দিনে দুপুরে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে।
গতকাল সকাল ১১ থেকে সাড়ে ১১ টার মধ্যে এ চুরি সংঘটিত হয়েছে।
বাড়ি মালিক তানভির মাতুব্বর জানান, তার ঘড় থেকে প্রায় ২০ ভরি স্বর্ণ,নগদ আলমারিতে থাকা ২০ হাজার টাকা,৩টি মোবাইল ও ২টি ক্যামেরা নিয়ে চোর চক্রটি।
এলাকাবাসি সূত্রে আরও জানা যায়, ওই এলাকায় এর আগেগেও একাধিক বার এরকম চুরি হলে ও কাউকেই আটক করতে পারেনি কাউনিয়া থানা পুলিশ। আগে যে একাধিক এলাকায় চুরি হয়ে ছিল তার সাথে এ চুরিটির ও হুবাহুব মিল রয়েছে। চর চক্রটি দুটি দরজার তালা মারা হুক ভ্যাম্ঙে ঘড়ে প্রবেশ করে। ঘড়ের আলমারি ভাঙ্গে এবং বিভিন্ন জিনিস তছনছ করে। এ ছাড়া চোর চক্রটি ঘড়ে প্রবেশ করার আগে দালানের আসে পাশের ঘড় গুলোর দারজা সামনে থেকে লক করে দেয়।
এ ঘটনায় কাউনিয়া থানায় জানালে পুলিশের একটি দল ঘটনা স্হান পরির্দশন করে গেছে।
বর্তমানে তানভির ঢাকায় অবস্থান করার আজ এসে মামলা করার প্রস্তুতি নিবে বলে জানা যায়।