বরিশাল:
জমি সংক্রান্ত বিরোধের জেরে জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হানের ওপর হামলার প্রতিবাদে বরিশালে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। গতকাল মঙ্গলবার বেলা ১১টায় নগরীর টাউন হল চত্বরে বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির উদ্যোগে এ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটি বরিশাল জেলা শাখার সভাপতি মাসুদ রানার সভাপতিত্বে উপস্থিত ছিলেন, সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির কেন্দ্রীয় সহসভাপতি প্রভাষক রিয়াজুল ইসলাম বাচ্চু, সাধারণ সম্পাদক আহম্মেদ আবু জাফর ও সাংগঠনিক সম্পাদক এনামুল কবির সোহেল, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরামের সহসভাপতি আফজাল হোসেন প্রমুখ।
সভা সঞ্চালনা করেছেন বরিশাল সাংবাদিক নির্যাতন প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক এম আরিফুর রহমান।
এসময় বক্তারা বলেন, বরিশালের স্থানীয় দৈনিক দখিনের সময়’র সম্পাদক ও জ্যেষ্ঠ সাংবাদিক আলম রায়হানের ওপর হামলা একটি ন্যাক্কারজনক ঘটনা। এই ঘটনার সুষ্ঠু তদন্ত শেষে অবিলম্বে দায়ীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান বক্তারা।
উল্লেখ্য, ২ সেপ্টেম্বর সন্ধ্যা ৭টার দিকে আলম রায়হানের পত্রিকা অফিসে ঢুকে পিটিয়ে ও কুপিয়ে তাকে জখম করার অভিযোগ উঠে। এ ঘটনায় এক অভিযুক্তকে আটক করেছে কোতয়ালী মডেল থানা পুলিশ।