শামীম আহমেদ ॥ আসন্ন শারদীয় দুর্গাপূজায় কঠোর নিরাপত্তা জোরদার করতে বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ হিসেবে পদকপ্রাপ্ত গৌরনদী মডেল থানার ওসি মোঃ আফজাল হোসেন।
বৃহস্পতিবার সকাল থেকে গৌরনদীর টরকী বন্দরসহ বিভিন্ন পূজা মন্ডপ পরিদর্শনকালে তিনি (ওসি) বলেন, শারদীয় দুর্গাপূজায় শতভাগ নিরাপত্তা জোরদারের জন্য উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে মন্ডবগুলোতে সাদা পোষাকে আইনশৃংখলা বাহিনী সার্বক্ষনিক দায়িত্ব পালন করবেন। এছাড়া পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থার জন্য আরও ব্যাপক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।