নিজস্ব প্রতিবেদক ॥
সাংবাদিক ইউনিয়ন বরিশালের কার্যনির্বাহী সদস্য, শহীদ আবদুর রব সেরনিয়াবাত বরিশাল প্রেস ক্লাবের কোষাধক্ষ্য, দৈনিক আজকের বার্তার ব্যবস্থাপনা সম্পাদক মোশারেফ হোসেন আর নেই (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বৃহস্পতিবার (৭ অক্টোবর) সকাল ৮ টা ৫৫ মিনিটে নগরীর ইশ্বর বসু রোডস্থ তার নিজ বাসভবনে ইন্তেকাল করেন।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন সাংবাদিক ইউনিয়ন বরিশাল-এর সভাপতি সাইফুর রহমান মিরণ ও সাধারণ সম্পাদক ফিরদাউস সোহাগসহ সাংবাদিক ইউনিয়নের সকল সদস্যবৃন্দ। এ উপলক্ষে সাংবাদিক ইউনিয়ন বরিশালের পক্ষ থেকে শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জ্ঞাপন ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।