বরিশাল:
বরিশালের মেহেন্দিগঞ্জে মা ইলিশ রক্ষার অভিযানকালে ইউএনও-এর স্পীডবোট ডুবিয়ে দেওয়ার চেষ্টার ঘটনায় অভিযুক্ত সন্দেহে ৭ জেলেকে আটক করেছে পুলিশ। শুক্রবার দিনগত রাতে উপজেলার বামনারচর, চুনারচর, দড়িরচর, খাজুরিয়া সিকদার বাড়ি ঘাট সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পুলিশের ধারণা আটক জেলে ও তাদের সহযোগীরাই উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) স্পীডবোট ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালিয়েছেন।
মেহেন্দিগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শফিকুল ইসলাম জানান, ঐ ট্রলারে থাকা সকল ব্যক্তিদের আটকের চেষ্টা চলছে। তাই ঐ এলাকায় অভিযান আরও জোরদার করা হয়েছে। অভিযানের অংশ হিসেবে শুক্রবার দিনগত রাতে উপজেলার বামনারচর, চুনারচর, দড়িরচর, খাজুরিয়া সিকদার বাড়ি ঘাট সংলগ্ন নদীতে অভিযান চালিয়ে ৭ জেলেকে আটক করা হয়েছে। ধারণা করা হচ্ছে, আটক জেলে ও তাদের সহযোগীরা স্পীডবোট ডুবিয়ে দেওয়ার চেষ্টায় জড়িত। এ ঘটনার সময় নদীতে তলিয়ে যাওয়া শটগান এখনও উদ্ধার করা সম্ভব হয়নি।
উল্লেখ্য, শুক্রবার সকালে ইউএনও শাহাদাত হোসেন মাসুদের নেতৃত্বে ঐ এলাকায় স্পিডবোট নিয়ে অভিযান চলছিলো। এসময় বেশ কয়েকজন জেলে একটি শক্তিশালী ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইউএনও-এর নৌযানে সজোরে ধাক্কা দিয়ে ডুবিয়ে দেওয়ার চেষ্টা চালায়। এতে আঘাত পেয়ে স্পিডবোটে থাকা দুই আনসার সদস্য মো. ইব্রাহিম ও মো. তুহিন নদীতে পড়ে যান। তাদেরকে উদ্ধার করা হলেও একজনের শটগান নদীতে তলিয়ে গেলে তা উদ্ধার করা সম্ভব হয়নি।