নিজস্ব প্রতিবেদক :
আজ ১৬ অক্টোবর শনিবার দুপুর ১২ টায় বরিশাল লাল সবুজ সোসাইটির আয়োজনে নগরীর রজনীগন্ধা কমিউনিটি সেন্টারে দিনব্যাপী ইয়ুথ সামিট ২০২১ এর শুভ উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ও উদ্বোধক ছিলেন জেলা প্রশাসক বরিশাল জসীম উদ্দীন হায়দার। বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার সুব্রত বিশ্বাস দাস, সনাক সভাপতি প্রফেসর শাহ সাজেদা, সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব সাইফুর রহমান মিরন, বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের সিরাজুম মনির টিটু। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাইস প্রেসিডেন্ট জাতীয় টিম লাল সবুজ সোসাইটি জেরিন তাছনিন।
এসময় উপস্থিত ছিলেন লাল সবুজ সোসাইটির সদস্য বৃন্দরা এবং শতাধিক ইয়ুথ। পরে এক আলোচনা সভায় অতিথিরা এসডিজির বিভিন্ন দিক তুলে ধরে আলোচনা করেন।