শামীম আহমেদ ॥
হামলা,খুন,লুট,নির্যাতন ও মন্দির ভাঙ্গার মুল হোতাদের গ্রেফতার সহ দৃষ্টান্তমূলক শাস্তি সহ নিরব ও ব্যর্থ প্রশাসনের বিচার দাবী করে মানববন্ধন ও পথ সমাবেশ করেছে বাংলাদেশের ওয়ার্কার্স পাটির্, বরিশাল জেলা কমিটি।
আজ বৃহস্পতিবার বিকালে নগরীর প্রাণকেন্দ্র সদররোডে মানববন্ধন ও পথসমাবেশ করেন তারা। বরিশাল জেলা কমিটির সভাপতি অধ্যাপক নজরুল হক নিলুর সভাপতিত্বে মানববন্ধন সমাবেশে বক্তব্য রাখেন সাবেক সংসদ সদস্য ও বরিশাল জেলা কমিটির সাধারন সম্পাদক এ্যাড,শেখ মোঃ টিপুু সুলতান, শাহজাহান হাওলাদার,মোজাম্মেল হক ফিরোজ,ফারাহিন বালি,অধ্যাপক গোলাম হোসেন ও শামিল শাহরুখ তমাল প্রমুখ।
বক্তরা এসময় ব্যার্থ প্রশাসনের বিচার দাবী সহ অভিলম্বে দোষিদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক বিচারের দাবী করেন।