বিজ্ঞপ্তি:
দৈনিক শাহনামার অনলাইন ভার্সনে আপনাকে স্বাগতম। জাতীয়, রাজনীতি, খেলাধুলা, বিনোদন সহ সকল সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন www.shahnamabd.com

বরিশালে গণনাট্য সংস্থার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

বরিশালে গণনাট্য সংস্থার প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

শামীম আহমেদ ॥
সারাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয় দূর্গাপূজার মন্ডবে হামলা,প্রতিমা ভাংচুর,বাড়ীঘড়ে অগ্নিসংযোগ লুট-পাট,খুন ধর্ষনের প্রতিবাদে এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবীতে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

আজ (২২ই) অক্টোবর শুক্রবার সকাল সাড়ে ১০টায় বরিশাল জেলা গণনাট্য সংস্থা নগরীর প্রাণকেন্দ্র সদররোডে এ কর্মসূচি পালন করে।

বরিশাল জেলা গণনাট্য সংস্থার সভাপতি শাহ্ আজিজুর রহমান খোকনের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন মোঃ জাফর তালুকদার, বিরেন রায়,কমরেড সাইদুর রহমান,নুরুল আমিন খান,হারুন অর-রসিদ,মাহাবুবুল আলম,এ্যাড, একে আজাদ,সঞ্জিব সিংহ ভ্রমন,অধ্যক্ষ বিমল চক্রবতী, সজল চক্রবর্তী ও শ্যামল চক্রবর্তী প্রমুখ।

বক্তারা এসময় বলেন কাউকে ইঙ্গিত করে কথা না বলে নিরপক্ষ সুষ্ট তদন্তের মাধ্যমে এই সম্প্রদায়ীক শক্তিকে চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবী জানান।

আগামীতে এই বাংলার মাটিতে এসকল অপশক্তিরা যেন মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেদিকে লক্ষ রাখার জন্য সরকারের প্রতি আহবান জানান।

Please Share This Post in Your Social Media




All rights reserved by Daily Shahnama
কারিগরি সহায়তা: Next Tech