বরিশাল প্রতিনিধি: নগরীতে অভিযান চালিয়ে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে ২১ অক্টোবর সন্ধা সাড়ে ৬ টার দিকে কোতয়ালী মডেল থানাধীন ১৩নং ওয়ার্ডস্থ আমতলার পানির ট্যাঙ্কির উত্তর পাশে ডেল্টা ফার্নিচার নাম দোকানের সামনে অভিযান পরিচালনা করে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে ডিবি পুলিশ। অভিযান পরিচালনা কালে ৬নং মাধবপাশা ইউনিয়নের মৃত আলতাফ হোসেন খান এর ছেলে মোঃ সোহেল খান (৩৭), ও কাশিপুর ইউনিয়নের মৃত ফজলে আলী খান এর ছেলে মোঃ আলামিন খান (৩১) কে ৫০ পিস ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। গ্রেফতার কৃত আসামিদের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলা করা হয়েছে এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়।