নিউজ ডেস্ক:
ঢাকার ধামরাইয়ে আট বছরের এক মাদরাসা শিক্ষার্থীকে বলাৎকারের অভিযোগে ইকবাল হোসেন (২৫) নামে এক শিক্ষককে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার এ ঘটনায় থানায় মামলা করেছেন ভুক্তভোগী ওই শিক্ষার্থীর পরিবার।
এর আগে গতকাল শুক্রবার (১৮ অক্টোবর) উপজেলার সদর ইউনিয়নের চৌঠালিয়া এলাকার মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদরাসায় এ ঘটনা ঘটে। গ্রেফতার শিক্ষক ইকবাল হোসেন গাজীপুরের জয়দেপুর থানার মাস্টারবাড়ি গ্রামের জহিরুল ইসলামের ছেলে।
অভিযোগ সূত্রে জানা যায়, রাতে মোহাম্মদী হাফিজিয়া ওয়ারিয়া মাদরাসার নিজের থাকার ঘরে ডেকে নিয়ে আট বছর বয়সী এক শিক্ষার্থীকে বলাৎকার করেন মাদরাসার শিক্ষক ইকবাল হোসেন। এ সময় বলাৎকারের শিকার ওই শিশুটির চিৎকারে স্থানীয়রা এসে শিক্ষককে আটক করে পুলিশে সোপর্দ করেন।
ধামরাই থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দীপক চন্দ্র সাহা বলেন, অভিযুক্ত শিক্ষককে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে।